পাহাড়,নদী,ঝর্ণা রাজি
                 সবার আছে গান।
স্রোতস্বিনীর গানের মাঝে
                    মুগ্ধ সবার প্রান।


মা-জননীর মুখের ভাষা
                    মধুর কথার সুর।
ঠোঁটের মাঝে হাসি ভরা
                     মুখে গাঁথা নূর।


বাঙালি তোর কথার মাঝে
                      সুবাস ভরা মন।
চাঁদের যেন কিরণ হাসে
                   সাধন করি পণ।


মা'যে আমায় বলতো কথা
                   রাত্রি জেগে বসে।
শুনতাম আমি একলা মনে
                       গ্রীস্ম,বর্ষা,শীতে।


বাঙলা আমার মায়ের ভাষা
                     শহীদ ছেলের দান।
তার মাঝে লুকিয়ে আছে
                      বাঙলা ভাষার মান।