পাগলী আমার,
   তুমি কেমন আছ?
আদৌ জানতে খুব ইচ্ছে করে ।
   তুমি কি আমায় ভাব?
না হারিয়ে গেছ
      উত্তল সমুদ্রের ঢেউ এ?


তোমায় খুঁজি আমি
       গোধূলি আভা বিকালে,
সেই চন্দ্রের কিরণে।
           তোমায় গায়ের গন্ধ
আজ ও নাসিকায় ভাসে।


আচ্ছা? তুমি কি তরঙ্গিণীর
        পার্শ্বে নিয়ে যাও আমায়?
যখন তোমার মাথার চুলগুলো
           সংস্রবে ডানা মেলে উড়ে,
তখন তোমার হাত
         ধরতে খুব ইচ্ছে করে ।


বড় স্বাদ জাগে মনে
        তোমায় খুব ভালোবাসি -
কি করে তোমায় ভালোবাসি, বল?
আমি যে উন্মাদ কবি।


                                  উৎসর্গ
                          আফরোজা তামান্না