যারে আমি আপন ভেবে
সাজাইলাম সুখের ঘর,
সেই মানুষই পর হইলো
নিল না খবর।
সুখের সময় আপন ছিল
দুখের সময় পর,
অবশেষে সেই আবার
ভাঙল সুখের ঘর।
যার লাগিয়া করলাম আমি
সোনার দেহ ছাই ,
স্বার্থের জন্য সেই এখন
আমাকে কাঁদাই।
আপন আপন ভাবি যারে
আপন সেতো নয়,
মাটির মানুষের মন কীভাবে
এতো কঠিন হয়।
কারো কাছে যায় না বলা
এমন কষ্ট হয় ,
আপন আপন ভাবি যারে
সেইতো আমার নয়।