সোনা কেমন আছ তুমি?
শীতের এই স্নিগ্ধ প্রভাতে
শিঁশির ভেজা খোলা রাজপথে,
একা একা খালি পায়ে হাটতে
তোমার কেমন লাগে সোনা?


নিশ্চই খুব একাকিত্ব লাগে তখন
যখন দু'টি চোঁখে;
সাজানো স্বপ্নরা এসে ভীর করে,
অবশ্য;
অামার ধারনা ভূল'ও হতে পারে!


তবে;
অামার বিশ্বাসের নদী থেকে
স্রোতের যতখানি কল্ কল্ ধ্বনি অামি শুনতে পাই,
তারই অার্তনাদের সুর থেকে
স্পষ্ট করে বলতে পারি যাহা,
একাকিত্বের শিশিরের কিছুই তোমার
ভালো লাগেনা সোনা!


আসলে;
জীবনের বাস্তবতার আড়ালে
কল্পলোকের আরেক গহীণ রাজ্য আছে,
এ আমার ধারনা নয়, এটা আমার বিশ্বাস
আজ;
সেই রাজ্য জুড়ে শূধুই আমারই বিচরণ।


শীতের প্রভাত হোক, আর আবছা আলো সন্ধ্যা
হৃদয়'যে কখনোই একা পথ চলতে চায়না,
জীবনের প্রয়োজনে যদি'বা কখনও একা চলতেও হয়
সেই শিশির ভেজা পথ'ও যে মরুভূমি মনে হয়।


আর তাই;
আমার আত্মা বলে ভালো নেই তুমি,
আমাকে ছাড়া পারো'না
পারবেনা ভালো থাকতে সোনা।


বি:দ্র: কিছু কথা অামার অাত্মা সোনালী'র কাছ থেকে নেয়া।