আমি কি চাই তাই জানোনা?
বলো কি!
তবে কি আমি তোমার ডাকে সাড়া দিয়ে
বড্ড ভূল করেছি?


আলতা পড়াতে চাও
তাও আবার তোমার রক্তে?
এতে হয়তো ক্ষানিক সৌন্দর্য বাড়বে
কিন্তু আমার মন ভরবেনা যে।


আমি যে চাই তোমার দেহের সকল রক্ত কণিকা
প্রতিটি রক্তবিন্দু,
যেই রক্ত কণিকার প্রতিটি রক্তবিন্দু
শূধু অামারই নাম ধরে ডাকবে সর্বদা।


খোপায় গুঁজতে চাও
তাও আবার তোমার হৃৎপিন্ড?
এ হয়তো কিছুটা শোভা বাড়াবে
কিন্তু অামার স্বাধ মিটবেনা যে।


তবে আমি চাই তোমার হৃৎপিন্ড
আমার খোপায় গুঁজতে নয়,
অনন্তকাল সেখানে বসত করার জন্যে,
পারবে কি আমায় সেখানে ধরে রাখতে
যে কটাদিন বেঁচে থাকি এই পৃথিবীতে?


তুমি বলো বুঝতে পারোনা আমায়
আমার কিসে সুখ, কিসে দুখ, আর কিসে আমার তৃপ্তি,
যদি বুঝতে না পারলে কিছুই তুমি
তবে কেন এই বুকে কান পেতে শুনতে চাও
আমার প্রানের যত আকুতি?


সত্যিই যদি বুঝতে নাই পারো
তবে ভূলে যাও, চলে যাও,
অাপনজনদের কর্তব্যে মন দাও
চলে যাও তোমার অর্ধাঙ্গিনীর বুকে,
কখনোই চাইবনা আমি
সেখান থেকে তোমায় ছিনিয়ে অানতে।


তবু এতকিছুর পরও অামি
শূধুই ভালবাসি, বাসবো তোমায়,  চাইব তোমায়,
চেয়ে রবো তোমারই অপেক্ষায়
শূধই এই বিশ্বাসের মহিমায়,
তুমি আমার, শূধুই আমার
একদিন ফিরে আসবে তুমি, আসবেই আমার আঁচল ছায়ায়।


----------সোনালী.............