জীবনটা বড়ই অদ্ভুত
যখন কষ্টের টানে দিন রাত্রী বসে বসে
মৃত্যুটাকে কাছে টানতাম,
তখন মৃত্যুটা স্বার্থপরের মতন শূধু দূড়ে সরে যেতো।


কত কেঁদেছি কত বলেছি নিয়ে যাও
কিন্তু মৃত্যু,
কিছুতেই ধরা দেয়নি।


কিন্তু অাজ;
শেষ বেলায় যখন এক পশরা সুখের নাগাল পেলাম
তখন,
বাঁচার জন্য মরিয়া হয়ে উঠেছি।


ছুটছি এই প্রান্ত থেকে ওই প্রান্ত
এপার ওপার দুই দেশ,
বাঁচার অাশায়
ধরতে সেই সুখের অাঁচল।


অথচ;
জীবন অাজ স্বার্থপরতায় মেতে উঠেছে,
টানতে চাইছে মৃত্যুর কাছে
করতে চাইছে অালিঙ্গন।


কিন্তু,
অামি যে অাজ সত্যিই বাঁচতে চাই
বাঁচতে চাই সোঁনা তোর জন্যে
বাঁচতে চাই তোর অাঁচলে।


অবাক জীবন আমার
কি যে বাসা বেঁধেছে ভেতরে
তার কিছুই বুঝতে পারছিনা,
শূধু বুঝতে পারি নিঃশ্বেষ হয়ে যাচ্ছি
ভেতরে ভেতরে জ্বলে মরছি।


হয়তো এভাবেই একদিন...............!!