যদি জানতাম, কিংবা বলতি অামায়
কি করলে এক মূহুর্তের জন্যেও
হারাবিনা অজানায়,
যেই স্রষ্টার সৃষ্টি অামি
সেই স্রষ্টার দিব্যি করে বলছি
ঠিক তাই করতাম আমি।


বলিস না কেন, বল'না একটি বার
কি চাই তোর?
রক্ত চাই আমার, আলতা পড়বি পায়?
এই হৃৎপিন্ডটা নিবি, গুজবি খোঁপায়?


বলিস না কেন, বল'না একটি বার
কি চাই তোর,
পাজর চাই অামার, বিছাবি তোর অাঙ্গিনায়?
এই প্রানটা নিবি, উড়াবি তোর সীমানায়?


কিছু যদি নাই'বা বললি
নিজ থেকে অার কতটুকুই'বা বুঝি,
তোর কিসে তৃপ্তি কিসে সুখ
সোঁনা কিসেই'বা তোর আসে দুখ!


(অসমাপ্ত)