রাত নাকি ভোর বুঝতে পারছিনা
চোঁখের পাতা দুটি ভীষণ জ্বলছে,
ব্যালকনির গ্রীল ধরে দাড়িয়ে অাছি
দুরের ওই ল্যাম্পপোষ্ট'টার মতন।


ল্যাম্পপোষ্ট আর অামার
অাজ অনেকটা মিল দু'জনার,
ব্যবধান শূধু এতটুকুই
ওর আলো অাছে আমি অন্ধকার।


অাকাশটাও'তো দেখা যায়না
চারদিকে শুধুই ভোরের কুয়াশা,
হিম কাপানো শীত
ভেতরে ভাঙ্গছে বুকের ভিত।


জানিনা কিসের অাশায় কোন'বা সুখে
অাজ এমন করে মুখ ফেরালে,
ঝড় তুলেছ ভেতর ধরার
জ্বল ঝড়ালে দু'চোঁখ পাতার!


কিছু'না কিছু'তো পেয়েইছ
নয়তো কি অার এমন করেছ,
তাই নেই অভিমান নেই অভিযোগ
চাইছি তুমি ভালো থেকো।


জ্বলে পুড়ে নিঃস্ব হব
প্রয়োজনে মরেই যাবো,
তবু নিজ থেকে অার কোনদিন'ও
না তোমার দুঃখের কারণ হব।


ভালো থেকো অনেক ভালো
স্বর্গ সুখের অালোয় থেকো,
অামি না হয় অন্ধকারেই
পড়ে রইব অাগের মত।


অার পারছিনা
চোঁখ খুলে তাকাতে ভীষণ কষ্ট হচ্ছে,
মাথাটা কেমন যেন করছে
সাথে বুকের ভেতরটা!


হায়রে নিয়তি
নিয়তিটা অামার বড্ড.......
থাক
সে কথা অার নাই'বা তুললাম।