দোহাই লাগে ভাল থাকিস
অামার কথা নাই'বা রাখিস
নিজের কথা একটু ভাবিস,
আমি বড্ড ভাল অাছি
বারো টাকায় ঘুম কিনেছি
যখন তখন বুঝব অাখি।


তুই কেন রাত জাগবি মিছে
তোর কিসেতে দুঃখ বাজে,
আমার জন্য কেন মিছে
কষ্ট দিবি তুই নিজেকে!


আমি'তো এক ঘুন যাযাবর
শূণ্য বিছানার নিরব পাথর,
অামার জন্য চোঁখের কোনে
ধরবি কেন সাগরটাকে!


জোর মিনতি ভাল থাকিস
বুকের কোনে সুখটা বাধিস,
অামার জন্য পাজর কোনে
কেন দুঃখের পাহাড় গড়িস!


আমি'তো এক ছন্ন ছাড়া
অবুঝ থেকেই ঠিক বেয়ারা,
আমায় ভেবে ভূল ভাবনায়
ভাসবি কেন নীল যাতনায়!


অামি'তো বেশ ভালোই অাছি
বারো টাকায় ঘুম কিনেছি,
এই'তো ঘুম এলো বলে...............!!


(অসমাপ্ত)