আজ কদিন ধরেই ঘুমটা বড্ড জ্বালাতন করছে
অনেক জোর করেও ঘুমোতে পারছিনা,
তাই গত দুয়েক রাত্রী বেলায়
ঘুম কিনেছি বারো টাকায়।


তবুও'তো অাসেনি ঘুম
জাগনারা দেয় দুই চোঁখে চুম,
তাই নতুন হিসেব অাজকে খাতায়
ঘুম কিনিব চব্বিশ টাকায়,
দেখি, কিছুটা ঘুম যদি অাসে
যাতনা, কিছুটা'তো অাড়াল হবে।


ঘুম না কিনে কি করিব
চেতনা যে ভীষণ কষ্ট,
শইতে অনেক যন্ত্রণা হয়
চোঁখের কোনে শ্রাবণ'টা বয়।


বুকের কোনে চিন চিনিয়ে
ব্যাথা বাজে গহীণ সুরে,
হাজার সুখের স্বান্তনাতে
থামেনা সুর বেজেই চলে।


মাথার ঠিক ডান পাশটায়
কেউ যেন হাতুরি পেটায়,
অস্থিরতার করাঘাতে
সর্ব স্বত্ত্বা কাপতে থাকে।


তাই ভাবছি অাজ নতুন করে
চব্বিশ টাকায় ঘুমটা কিনে,
পরে থাকি নিরব হয়ে
সবার থেকে মুখ লুকিয়ে।