ভেতরটা কেমন জানি করছে
মনে হচ্ছে জ্বলে পুড়ে যাচ্ছে সব,
কেমন যেন সব ওলট পালট
বুকের খাঁচায় বাঁধছে স্মৃতির হালট।


কিছুতেই কিছু বোঝাতে পারছিনা নিজেকে
নিজের সব শাসন আজ হাতের বাইরে,
বার বার শূধু ছুটতে ইচ্ছে করছে
তোর সাজানো তেপান্তরে।


ছুতে ইচ্ছে করছে তোর নাকের ডগা
দেখতে ইচ্ছে করছে তোর অভিমানী মুখ,
ধরতে ইচ্ছে করছে তোর হাতের পাতা
খুঁজতে ইচ্ছে করছে তোর বুকে সুখ।


আজ এ কোন যাতনায় পূরছি আমি
যেদিকেই চাই শূধু তোর প্রতিকৃতি,
বুকে অজান্তেই বইছে তৃষ্ণার ঢেউ
যেথায় তুই ছাড়া আজ নাই আর কেউ।


কোথায় যেন একটা হাহাকার বইছে
মনে হচ্ছে ক্ষয়ে ছিটে যাচ্ছে সব,
কেমন যেন সব নিঃস্ব নিঃস্ব
দু'চোঁখে ভাসছে নিরব শব্দ।


এ কেমন.................


(অসমাপ্ত)