অফিস.....
এতো নিত্যদিনের রুটিন বাধা
করতেই হবে,
আজও করছি।


কিন্তু আজকে বড় একঘেয়েমি লাগছে
চারপাশের জঞ্ঝাট গুলো ভীষম কানে বাজছে,
চোঁখ তুলে তাকালেই মনে হচ্ছে
মানুষরূপী সব গিরগিটীগগুলি,
সমানে রং পাল্টে যাচ্ছে
সত্য মিথ্যের খেলায় মত্ত্ব,
জিততেই হবে, যে কোন মূল্যে
জয় বিজয় নিয়ে রোষানলের লড়াই।


নাহ্........
ভালো লাগছেনা, একটু বাইরে যাই
বের হয়ে এলাম পিছনটায়
করিডোরে দাড়িয়ে চোঁখ রাখলাম দূর দিগন্তে,
অাজকের অাকাশটা বেশ পরিস্কার
কেমন যেন এক অাবছা রং ধারণ করে,
দিব্যি দাড়িয়ে অাছে মাথার উপর।


তবে শূণ্য, নিরব নিথর
কোন প্রশ্ন নেই তার, নেই কোন অভিযোগ,
স্বার্থহীণ নিজের দ্বায়ভার বয়ে যাচ্ছে
মুখ বুজে চুপচাপ একাকিত্ত্বে।


মাঝে মাঝে কিছু ঘোলাটে অাভা
তার বুক চিরে ছুটে চলেছে,
খন্ড খন্ড হয়ে এদিক ওদিক
যেন অাকাশের বুকে লাঙলের ফলা কাটছে!


ভাবছি আকাশের যখন মন খারাপ হয়
তখন'তো তার বুকে মেঘ জমে,
যখন খুব বেশী কষ্ট হয়
তখন গর্জে উঠে চিৎকার করে,
যখন আর শইতে পারেনা
তখন বৃষ্টি হয়ে ঝড়ে।


ভাবছি........
অাজ অাকাশ অার অামার কতটা মিল,
মেলাতে পারছিনা
হিসবের খাতায় সব গড়মিল,
এলোমেলো অ'গোছালো
কোথায় যেন এক নিস্তব্ধ হাহাকার!
গর্জে উঠছে, চিৎকার করছে নিরবে।


শইতে পারছিনা, ভীষণ যন্ত্রণা হচ্ছে
ঝড়াতে পারছিনা লোকালয়ে লজ্যার ভয়ে,
ভেতরে চেপে রেখেছি।


এ'যে অারও বেশী যাতনার
সবকিছুই কেমন ফেপে ফেপে উঠছে,
নাহ্.....
পারছিনা অার, বড্ড কষ্ট হচ্ছে
একটু চিৎকার করে কিছুটা ঝড়াতে হবে,
নয়তো ভেতরটা বোধ হয় ফেটেই যাবে।


দেখি;
কোথাও যদি একটু লোকালয়হীণ প্রান্তর মেলে,
বসব একটু, খুব বেশীনা,
একটু করব চিৎকার, ঝড়াবো কাঁন্না।


চললাম....
নাহ্ নাহ্.........
ছুটলাম.................