দেরী কোরোনা, গোধূলি হবে লাল
সময়জ্ঞান রেখো, রবিবাসরীয় বিকাল;
পদ্ম দীঘি পাড়ে এসো বটবৃক্ষ আড়ালে,
দেখবো আমি, মানিয়ে নেয়া পাশাপাশি দাঁড়ালে।


     ফিরিয়ে দেয়া আর কত! এবার ডেকেছি
     অস্থিরতা এড়িয়ে এবার হৃদয়ে রঙ মেখেছি,
     দেখবে নাকি ছুঁয়ে! এসো তাহলে
     না বলা কথা কিন্তু দিও কিছু বলে।


অনুভব লুকিয়ো না ইচ্ছাবিরুদ্ধ ছলেবলে,
ঘামে ভেজা হাতটিই রেখো করতলে;
কাছাকাছি কিছুক্ষণ হবে সুখ বাস!
দেখবো, পাশাপাশি সুখী কত নিঃশ্বাস।
    
      আমি নাহয় চুপটি করে রবো,
      চোখের তারায় চেয়ে আকুল হবো;
      অনুভূতির শিখর, পারো যদি ছাড়াতে!
      অনুমতি দিয়ে দেবো, দুই হাত বাড়াতে ....


অবশেষে, ভয়হীন জয়, হবেনা হারাতে!
      পারো যদি এই পথে দাঁড়াতে।।
   ............................................