কোন সাগরের তীরে বসে,
       বাজাও তোমার মোহন বাঁশি!


' সপ্তডিঙ্গা মধুকর ' সাজিয়ে, সওদাগর বেশে
কোন সাগরের তীরে, রইলো ডিঙ্গা ভেসে?
আকুলিয়া উঠে প্রাণ, মোহন বাঁশির সুরে,
আমি কি উড়তে পারি, কেমনে পৌঁছাই সুদূরে!


       উত্তরের হাওয়ার গায়ে খুঁজে বেড়াই ঘ্রাণ,
       না পাওয়ার দারুণ ঘাতে পুড়ে যায় প্রাণ;
       কোথায় আছ, কেমনে আছ, কত অভিমান!
       আমার সাধ্য আছে নাকি, করবো অভিযান।


একদিন যে শুনিয়েছিলে, প্রাণ জাগানো গান;
ব্যাকুল আমি চাইছি দিতে, খানিক প্রতিদান!
ভগ্ন হৃদয়, গড়ে দিলে, প্রীতির অবদান
আমি আর সইতে পারিনা, বিরহ চাই অবসান।


       অন্তর্দৃষ্টি জানতাম না, তুমিই শিখিয়েছিলে;
       অহর্নিশি হৃদয় কথন, তুমিই বলেছিলে
       এখন কেন নিদ্রাহীন দুঃখ জ্বেলে রাখলে!
       কেমন এই ভালবাসা! বিরহ আবীর মাখলে।


বিত্ত চাই না, চিত্ত সুন্দর, তোমার ছবিই আঁকি;
একজনমে কতবার, কতদিন আর দিবে ফাঁকি?