মা শুধুই মা!
মায়ের সাথে কারো হয় না তুলনা
সুখ আর দুঃখ বলো মা তোমার সাথী।
মাকে ভুলে অন্যকে করো নাকো সুখী


কত অসহনীয় যন্ত্রনা
আর কতইনা ত্যাগ স্বীকার,
সবই আমাদের জন্য,
কারণ তিনি যে মা!


নেই এতটুকু রাগ কিংবা অভিমান
কেননা তিনি তো মা!
তোমার সুখের জন্য,
নিজের সুখ ত্যাগ করে
কাটিয়েছে কত দিন,
কত দুঃখ, যন্ত্রনা আর কষ্ট নিয়ে বুকে ।
শুধু এক টুকরো শান্তি পাবে বলে।


সন্তান যদি সুখে থাকে
মা! থাকবে সুখে,
শুধু এই একটি কথা ভেবে।


আর নয় কষ্ট, নয় অভিমান,
মায়ের কাছে ফিরে যাায়
আছি যে যেথায়।


প্রভুর কাছে করি এতটুকু মিনতি,
থাকে যেন সবার মা! সুখে।
নাহি পায় যেন কোন কষ্ট।