এতিম যারা পৃথিবীতে,
এতিম তারা রয়
এতিমদের দেখার মত,
তেমন কেউ তো নাই।

এতিমরা করে বাস,
একা পৃথিবীতে
ভাসে তারা শুধু,
নয়নের জ্বলে।

তারাও তো মানুষ,
আছে মোদের মত জীবন।

তবে কেন করব ঘূণা,
মোরা তাদের
থেকে যাব একসাথে,
সুন্দর এই পৃথিবীতে।