যখন তােমার ভোর হয়,
আমার হয় রাত ।
আমি কান্নার সাগরে ভাসি,
তুমি দেখো পুর্নিমার চাঁদ।
আর্শীবিষে জ্বলি আমি,
পুরে হই ছাই,
চারদিকে খুজি আমি,
ওঝাঁর দেখা নাহি পাই ।
ক্লেষ্ঠ কষ্টে কাদি আমি,
কেউ নাহি  ‌দ্যাখে,
প্রকৃতি সদয় হয়ে
আমার ব্যথায় ছ্যাকে ।
তুমি সুখি হও ,
আমি এই দোয়াই করি ।
তিলে তিলে কষ্ট পেয়ে,
যদিও আমি মরি ।