আজ তুমি নিশ্চুপ ধরনীর বুকে
নীলিমার শশী কাদে তোমার শোকে।
চারদিকে বিদিশার নিশায় ঢাকা
মাঝপথে আমি চারদিকে ফাকা ।
কোথাও নেই ফুলের সুভাষ
নেই চন্দ্রিমার শুভ্র আলো ।
চারদিকে শ্বাপদসংকুলের আবাস
যেদিকে তাকাই দেখি শুধু কালো ।
ঘন অন্ধকারে একা পথ চলি
একটি শুকনো পাতার শব্দেও চমকে উঠি,
স্তম্বিত হই আমি, শিহরনে কাপে বুক ।
চারদিকে খুজি তোমায় দেখিনা তোমার মুখ,
পাই না তোমার সঙ্গ,
আজ আমি প্রানহীন দ্বন্ড।