আজ আমি জ্ঞানশুন্য,ভয়ে ঝরো সড়ো
কোথাও সুখের দেখা নাই
চারদিকে শুধু ধূধূ মরুভূমি
আজ আমি কাদি,সুখে আছো তুমি।
এখন ভোর,চারদিকে পাখির কলরব
মুগ্ধকর ঘাসে শিশিরের উদ্ভব।
শুধু তুমি নেই
মোর হৃদয়ে আজ হাহাকারে সয়লভ।
আজ আমি বিষন্নতার মাঝে কাদি সন্তপনে
এখন শুধু কষ্টের হাহাকার আমার ভুবনে।
কাননে মোর নাহি সুভাষ
নাহি আছে ভ্রমরের বাস।
কন্দনে ভাসে হৃদয় হাহাকারে
কোথাও হতে নাহি একটু সুখের বৃষ্টি ঝরে।