প্রয়োজন শেষে মূল্যহীন হয় সবি,
হোকনা তা রাতের চাঁদ,বা মহাদেবী।
চাঁদ রাতে সুন্দর,দিনে মূল্যহীন,
দেবীমূর্তির মূল্য থাকে আবিসর্জন।
শ্রুতবলি ভালোবাসা হয়ে থাকে অমর,
অভাবে সেই খোজে জানালার ফাকফোকর।
যেই বৃক্ষ ছায়া দেয়,বাচায় জীবকুল,
স্বার্থপর হয়ে মোরা কাটি সেই বৃক্ষের মুল।
জ্ঞানী গুনির কর্মগুলো হয় কল্যানকর,
জ্ঞানী গুনির কথা মনে থাকে কবে কার?
স্বার্থের পরে মোরা সবাই পরনির্ভর,
আসলে আমরা,
স্বার্থময় ধরনীতে সবাই স্বার্থপর।