তুমি মোর জীবন নদের একমাত্র তরী,
তুমি তব আছো মোর শুন্য হৃদয় পুর্ন করি।
মাঝে মাঝে মোর নদে উতলে পরে সুখ্
পরোক্ষনেই মোর হৃদয়ে পরে ভাটার দুখ।
জীবন নামের লম্বাপথ দেব তব পাড়ি,
ঝড় ঝন্ঞার মাঝে যদি তুমি থাকো হাতটি ধরি।
তুমি মোর জীবনে রবীর সোনার তরী,
জীবনানন্দের বনলতা,আর মোর স্বপ্নের পরি।
জীবন নদে ঝড়ের তরে দিক হারাবে তরীর পাল,
তবুও তুমি শক্ত হাতে ধরে থেকো তরীর হাল।
বহিতে বহিতে একসময় মিলবো মোহনায়,
দুজনে মিলে বিলীন হবো অতল দড়িয়ায়।