বিদিশার নিশি গেলা বল কোথাই ?
চারদিকে খুজি তােমায় কোথাও নাহি পাই।
নীলিমায় ঝলমলে দেখি, দহন দেয় শশী,
অমাবস্যায় তুমিতো তেজ দেখাও বেশি ।
তােমায় ধন্যবাদ বেশ,
কারন আজ নেই তোমার তেজ।
জোসনার আলোর রেশ,দেখছি প্রিয়ার কেশ।
অধর ও ওষ্ঠে ঝলমলে হাসি,
মূখ যেনো পুর্নিমার শশী।
পবনের দোলায় এলোমেলো তার কেশ,
শরীর বাতায়নে ঝলমলে পরিবেশ।
মুগ্ধমনে দেখি, আর কল্পনায় আকি,
এ কোন রহস্যময়ী নারী,
আমি যে এই চিন্তায়ই মরি।