আমার প্রিয় মা ,জন্মভূমি,
বিশাল তােমার হৃদয় খানি।
তোমাকে জানাই প্রনাম,
জীবন সপিবো তোমার তরে,
রাখবো তোমার মান।


রক্ত পিপাসু শকুনীর দল,
চড়ে বেড়িয়েছে তোমার বুক,
করেছে তোমায় নিঃস্ব।


তোমার ছেলেরা হয়নি পিছু,
হয়নি ভীত সন্ত্রস্ত,
তোমার ছেলেরা রক্ত দিয়েছে,
মুক্ত করেছে তােমায়,
দেখেছে সারাবিশ্ব।


তোমার বুকে জন্মেছি মাগো,
উন্নত মোদের শীর,
ভয় করিনা শত্রুসেনা ,
তোমার ছেলেরা বীর।


ভেদাভেদ সব ভুলি,
আছি মোরা সুখে।
বিধাতার কাছে বলি,
মরি যেনো তোমার বুকে।