ঘাস বলে, শিশির কেন তুমি হৃদয়হীনা ,
নিশিতে পড়ো বুকে ,
রবির তরে লুকাও কাদাও মোরে শোকে ।
শিশির বলে ,ঘাস .
দিবাসূর্যে করে আমার সর্বনাশ।
লুকাই সূর্যের ডোরে , কেদো না এই ছলে ।
ঘাস বলে , শিশির কেন তোমার এই লুকোচুরি ?
তুমি কি বোঝোনা ,তোমার বিরহে আমি মরি ।
শিশির বলে ,ঘাস ,
সব সময় তোমার উপর থাকি ,এটাই কি তোমার আশ ?
শোন ,বিরহ যদি না থাকে ,ভালোবাসার গভিরতা নাহি বাড়ে ।
আমিয়ো কাদি তোমার বিরহের তরে ।
তাইতো সূর্য লুকালে করি আগমন ,
তোমার বুকে গড়ি আমার আসন ।