ঝমঝম ঝরে পড়ে
প্রকৃতিতে শান্তি
নির্মল পরিবেশ
কেটে গেল ক্লান্তি।
ডোবা নালা খাল বিলে
থৈ থৈ পানি
ভেলা চলে ধিরে ধিরে
আমি দাঁড় টানি।
চারিদিকে হইচই
মাছ ধরে কেউ
জোয়ারের পানি এসে
বড় হলো ঢেউ।
কেউ হাসে কেউ কাঁদে
বর্ষার কালে
তবু আমি পড়ে যাই
তার মায়া জালে।