.
সারাদিন চুপচাপ ঘরে বসে রই
বারিধারা অবিরত থামে আর কই
জল জমে পথেঘাটে চলা বড় দায়,
বাস ট্রাম বেশ ফাঁকা, ধীরে ধীরে যায়
ছাতা খুলে লোকজন, নিজ মতো চলে
কাজকর্ম সিকিভাগ বাকি সব জলে।
দূরে ওই পাঁচিলেতে ভিজে কাক ডাকে
দোকানিরা ঝাঁপ খুলে পথ চেয়ে থাকে।
বাজারেও সেই হাল, বড় ফাঁকা ফাঁকা
কেউ কেউ মিছিমিছি দেয় জোর হাঁকা।


দিন দিন গাছ কমে শুধু বাড়ে বহুতল,
পরিবেশ বাঁচাতে, আজ গাছ পুঁতি চল্ ।
                 ***