অবিনাশ
                                       শ্রীলেখা দত্ত
শুধু এক মালসা ছাই,
ব্যস্ আর কিছু নেই!
তোমার সেই  শেষ চিহ্নটুকুও ধুয়ে নিয়ে গেল নদীর উদাসীন ঢেউ,
তীরে জেগে আছে আমার ভারাক্রান্ত মন,নেই আর কেউ।


মনের কোষায়  সম্বল শুধু স্মৃতি তর্পণ,
উদাস বাতাস বয়ে যায় ক্ষণে ক্ষণ।
মনে পড়ে যায় পদ্ম গন্ধ মাখা তোমার স্নেহ অঞ্চল,
বারে বারে তাই মন হয়ে ওঠে চঞ্চল।


কি করে বলো মনটাকে আজ বাঁধি?
কি দিয়ে যে বুকের ক্ষতটা ঢাকি!


তার পর ধীরে অনুভব করি সেই অমোঘ বাণী
যা হলো আমার আগামীতে চলার পারানি,
'ন  জায়তে মৃয়তে বা------------ন হন্যতে হন্যমানে শরীরে '
তুমি বেঁচে আছো মাগো আমার রক্তে আমার স্মৃতি ঘিরে।
যেখানেই থাকো ভালো থেকো মাগো,যেখানেই থাকো মা!
এ জন্মে তো আর পাবো না মা,
এ জন্মে আর না।


হয়তো কোনো আর এক জন্মে
জন্ম নেবো তোমার কোলে,
কাটবে আমার আনন্দ দিন
তোমার স্নেহের আঁচল তলে।
যেখানেই থাকো শান্তিতে থাকো মা।
যাওনি কোথাও হারিয়ে তুমি,
আছো আমার অন্তর মাঝে শক্তি হয়ে সাহস হয়ে মা।