তোমার সাথে পথ চলাতে বারণ
তোমার হাতে হাত রাখতে মানা,
তোমার মুখে কঠিন মুখোশ আঁটা
আমার মুখেও শোভা পাচ্ছে তা।
কে বাহক আজ,তুমি কিংবা আমি?
জানিনা,তাইতো তফাত রেখেই থামি,
ভালোবাসা তুমি দশ ফুট দূরে থাকো,
মান অভিমান শিকেয় তুলে রাখো।
বিশ্ব জুড়ে আতঙ্ক আজ ঘোর
মৃত্যুর এক নাম যে করোনা!
লক্ষ লক্ষ প্রাণের বলি পেয়েও
বিশ্ব ত্রাসের রোষ যে থামছে না।


ভেবে দেখো কত ক্লেদ জমেছে মনে
পৃথিবী দাঁড়িয়ে অনিশ্চিতের ক্ষণে।
দিব্যি তো তুমি স্বর্গোদ্যানে ছিলে
দরকার কি ছিল জ্ঞানবৃক্ষের ফলে?
স্রষ্টাসূদন বুঝি বা আজকে রুষ্ট
পার নেই কোনো পৃথিবীর বড় কষ্ট।
বরাভয় নয় আজ সংহার দিন
তাইতো জগতে কোভিড-নাইনটিন।


৯/৫/২১