দিশাহারার পাঁচালী
                              -শ্রীলেখা দত্ত
                                (২২/১২/২০১৯ এ লিখিত)
                              
তবে কি মুষলপর্ব শুরু হয়ে গেছে সঞ্জয়?
তবে কি ফেরার কোনো পথ নেই আর?
এভাবে রক্তক্ষয় বলো কার সহ্য হয়?
গৃহযুদ্ধ করে কবে লাভ হয়েছে কার?


আমি তো এমন ধ্বংস চাইনি কোনো দিন,
চেয়েছি সৃজন,এক অনাবিল মধুর সুদিন।
চেয়েছি তোমার হাতে হাত রেখে চলতে যে পথ,
টলবো না কোনো কিছুতেই আমি নিয়েছি শপথ।


তবুও তো দিশাহারা উন্মত্ত মনন—
শোনে না বারণ।
ধেয়ে চলে যেন এক ধ্বংস রাবণ!
মনে হয় এই এক অদ্ভুত সন্ধিক্ষণ,
দিকে দিকে মনুষ্যত্বের চুড়ান্ত অবনমন।
খাদের কিনারে আজ দাঁড়িয়ে সভ্যতা,
মানুষ কি পারে না দেখাতে একটু মানবতা!


মান আর হুঁশ নিয়ে মানুষই বা কই?
কামনা বাসনা সুখে মশগুল সবাই।
কে কাকে দুষবে বলো,সবাই তো আজ দুষ্ট,
তাই তো রেহাই পায় না দেখি যোনি অপরিস্ফুট।


ক্ষমতার শীর্ষে বসে ক্ষমতান্ধ তাই
লাঠিবাজ হয়ে করে ক্ষমতার বড়াই।
ধর্ম ধর্ম করে ছোটে,ধর্ম বোঝে কে?
ধর্ম মানে,শোন্ মূর্খ,মানব-ধর্ম যে!


এতো অবক্ষয় দেখে তুমি হে সুজন,
পার না কি হতে একটু আদর্শবান?
হতে কি পার না তুমি দধিচী মহান?
নাকি নির্বিকারে বেহালায় ছড়ি দেবে নিরোর মতন!
তা হলে তো আমার এ সকল আবেদন
হবে যে শুধুই জেনো—অরণ্যে রোদন!