নিরুদ্দেশ
                                  -শ্রীলেখা দত্ত


হালকা নীল স্বপ্নের সরণী বেয়ে
চলে যাই নিষ্পাপ বালিকা বেলায়।
চাঁপাফুল রঙা ফ্রকের নীচে
ছোট্ট দুটি নরম পা, খেলা করে চু-কিত্কিতের  ছকে।
নরম মাটি, সবুজ ঘাস আর কয়েকটি বেগুনি ঘাস ফুল-
কী নিবিড় আত্মীয়তা তাদের সেই ছোট্ট দুটি নরম পায়ের সাথে।
প্রজাপতির পাখায় পাখায় উড়তো তার মন আহ্লাদে,
গাছের শাখা তাকে ব্যজন করতো পরম স্নেহে,
নরম মাটি তাকে ঘাসের আসনে বসাতো মায়ের মমতায়,
আর ঘাস ফুল তার সাথে সই পাতাতো।


এখন তো আর ঘাস দেখি না সবুজ সবুজ,
বেগুনি ফুল,নরম মাটি—
প্রজাপতির পাখায় পাখায় আলোর নাচন
কবেই তো হায় গেছে থেমে।
ছাদের টবে মন ভরে না!
ইচ্ছে করে শহরটাকে দুমড়ে মুচড়ে নিকেশ করি।
এখন শুধু আকাশ গুমোট,বাতাস গুমোট,
গাছগাছালি নিশ্চুপে ঐ প্রহর গোনে
সর্বনাশের নেইকো দেরি।
সঙ্গীহারা এখন সবাই,
একাকী মন উদাস বাউল, নিরুদ্দেশে দিচ্ছে পাড়ি।