অভিলাষ
                               শ্রীলেখা দত্ত


প্রকৃতিকে খুন করেছ তুমি
তার সবুজ সূধা শুষে নিয়েছ
আকাশ আর তোমার মুখ দেখে না
বাতাস তোমার কানে কানে প্রেমালাপ করে না
পড়শি নদীর সঙ্গে তোমার আড়ি
দুঃখে তার বুক শুকালো সাত তাড়াতাড়ি
তোমার দম্ভ সেখানে তুলেছে হাইরাইজ
প্রতিদিনই তুমি দেখাচ্ছো কত সারপ্রাইজ
চার চাকার উন্মত্ত দাপটে
রাজপথে তুমি চলেছ একা ছুটে
তুমি তো একাই একশো
মুঠোয় পুরেছো বিশ্ব
পাশের বাড়ির লাবণি মেয়েটির দিকে
ফিরে তাকাও না ভুল করে
তার বাবার মোটর গাড়ি নেই
সে যে পাবলিক বাস চড়ে
রোবটের সাথে ঘর বাঁধবে- এই তোমার অভিলাষ
ঐ দেখো তার পরিণতি দেখো -
বহুতলের সর্বোচ্চ তলে পড়ে আছে একা বৃদ্ধের পচাগলা লাশ
পৃথিবীর পথ ছেড়ে দিয়ে তুমি গ্রহদের সব এড়িয়ে
ওর্ট ক্লাউড ভেদ করে শেষে বসত করবে অন্য তারার দেশে গিয়ে
এই তোমার অভিলাষ
ঐ দেখো তার পরিণতি দেখো-
পড়ে আছে খুন হয়ে যাওয়া
একাকী বৃদ্ধ দম্পতির লাশ
একাকী ব্যসন একাকী ভূষণ একাকী বিজনবাস
এভাবেই বুঝি পরিণতি পাবে এ যুগের অভিলাষ