স্বপ্ন বুনি
                                -শ্রীলেখা দত্ত


নিঃসঙ্গতাকে সঙ্গী করেই এগিয়ে যাচ্ছে দিন,
অবরোধের দিনলিপিতেই বাজাই মনের বীণ।
স্বপ্ন বুনি একা একা স্তব্ধ নিঝুম ক্ষণ,
তোমার সঙ্গে দেখা হয়নি অনেক অনেক দিন।


কি আর করা, কি আর করা,
স্মৃতির ছবি আঁকড়ে ধরা।
অনেক রঙিন মুহূর্ত সব
ধার নিয়ে নিই স্মৃতির কাছে,
মন বলে যে এইতো আমার
বন্ধুরা সব পাশেই আছে,
হাসছে খেলছে গল্প বলছে,
গাইছে যেন বুলবুলিটা
ভরিয়ে দিয়ে আমার মনটা,
সময় কাটে জোয়ার ভাটা।
আচম্বিতে কখন যেন হারিয়ে ফেলি খেই,
এইতো ছিল সবাই ছিল
হঠাৎ দেখি নেই
কেউ কোত্থাও নেই।



                     Swapno Buni
                             -Sreelekha Dutta


Niisongotake songi korei egia jacche din,
Oborodher dinolipitei bajai moner bin.
Swapno buni eka eka stabdho nijhum khon,
Tomar sanga dakha hoini onek onek din.


Ki ar kora ki ar kora,
Smritir chabi ankre dhora.
Onek rongin muhurto sob
Dhar nie ni smritir kacche,
Mon bole je aito amar
Bondhura sob pashei acche,
Hascche khelcche golpo bolcche,
Gaicche jeno bulbulita
Bhorie die amar monta,
Somoi kaate jowar bhata.
Achombite kokhon jeno harie pheli khei,
Eito chilo sobai chilo
Hothat dekhi nei
Keu koththao nei.