আজ শ্রাবণে এসেছি ভাবি বরষা নিয়ে,
বোধি ভেজাব তনুশ্রী আঁধো ভরষা দিয়ে।
দিবারাত ভেজা মেঘ রাঙা আবীর মুখে,
মনের ঐ ভবনের নবঘন প্রকাশে।
যদি পল্লব নাহি ভেজে তাতেই বা কী?
আমি স্নাত হব দিয়ে আলো বারিধী।
থাক, নাইবা পেলাম আঁধি এই আবেদন,
তাতে কীই বা ওগো আমার হবেই প্রনয়ন।
হোক স্নিগ্ধতা ভিজে যাওয়া বারি পতনে,
তবু থাকবো তারই চির অপেক্ষণে।
সাধ মিটাবারে বিভূ দিল তো প্রকাশ,
ভ্রাংশচিত্ততা বুঝি তাই নেই অবকাশ।
আলোকনে স্নিগ্ধতা নয় ঠিকই অসুলভ,
কৈশর আধো বাণী নয়কো প্রলাপ।
তবু ভিজিল, ওহে ওগো ভিজিল হে মন,
তাই প্রকৃতিরে নমি দিয়ে অভিবাদন।