যে কথা শোনাও রোজ রোজ তুমি
রাতে করে টেলিফোন,
চেনা ছকে সবই একঘেয়ে লাগে
আগেও শুনেছে মন।
কথাগুলো নিয়ে কাটাছেঁড়া করি,
মিল পাই অদ্ভুত।
ওই উদ্যানে আগেও তো গেছি,
হয়ে 'রাঞ্জা' র ভূত।
প্রত্নে ও প্রেতে বহুকাল আগে
দেখেছি তোমার চোখ।
'ক্লিওপেট্রা'কে মেরেছিলো কে,
অভিশাপ নাকি রোগ?
বিস্মৃতি রাশি কব্জা করেছে
জাতিস্মরের ঘাঁটি,
নিরুপায় আমি আঙুলের ফাঁকে
লেগে থাকা প্রেম চাটি।
এই প্রেম আমি পাওয়ার জন্য
এতো বসন্ত জুড়ে,
মরীচিকা হতে আকাশগঙ্গা
পালিয়েছি ঘুরে ঘুরে!
আসলে কি জানো,যে ব্যাথা দিয়েছো
প্রাপ্তিযোগের আগে,
সম্পদ সেটা, আগলে রাখবো
বিরহ - মাথুর রাগে।
তার পরে প্রেম থিতালে, থিতোক,
বন্ধু হয়েই থেকো,
টেলিফোন করে একই কথা বলো,
এবং 'প্রেমিক'ই ডেকো।