মনখারাপী একটা সকাল,ঘরদোর,
টিকিট কাটা দূর শহরের,খুব ভোর।
অচেনা মুখ, এক রুমেতে চারজন।
ঘাম ঝরানো দিনের শেষে মা'র ফোন।
হঠাৎ করে ভাত ঘুম আর স্বপ্ন শেষ।
ডালের জলে মাছের মাথা নিরুদ্দেশ।
'ও করুক' এ ডুবে যাওয়া ফোনের কল,
হারিয়ে যাওয়া বন্ধু তারা বেশ সফল।
এরই মাঝে নতুন নতুন বন্ধু ছয়,
তেতো কলেজ আলজিভেতে মিষ্টি হয়।
চায়ের কাপ, কলেজ মাঠ আর ভিলেজ বয়,
নতুন নতুন বন্ধু বানায় শহরময়।
সময় গড়ায় স্মৃতির ভিড়ে ঘর ভরে।
তিনটে বছর পেরিয়ে গেল হুস করে!
ঠাট্টাহাসি-সকল মজা, লোডশেডিং।
আবার ভোরে হঠাৎ বাঁধা বই-বেডিং।
আবার টিকিট,অন্য শহর,ভিলেজ বয়।
জীবন কিন্তু এমনতরোই অনিশ্চয়।