আমি ভেবেছিলাম
কবিতায় আমি শ্লীলতা হারাবো না।
আমার অভিধানের শব্দরা সব চোখ টিপে হাসে।


আমার সেইসব অশ্লীল শব্দরা
প্রজাপতির মত উড়ে যাদের কানে গিয়ে বসে
দেখি তাদের মধ্যে কিছু কিছু কান
শব্দের আগুনে পুড়ে লাল ও বিক্ষত।


আমার জিভে ওরা থাকে শুদ্ধ স্বাভাবিক।
আড়ষ্ট কথনে ওরা স্বাধ্বী থেকে বেশ্যা হয়ে যায়।


শব্দরা অশ্লীল নয়
মানুষের ভঙ্গিম ইঙ্গিতে
তারা নগ্ন হয়ে শ্লীলতা হারায়।
আর ঐসব শব্দ শুনে যার যত হয় স্বমেহন
সে তত চেল্লায়--"অশ্লীল, অশ্লীল"