তোমার নীল ঘেঁসা শার্টের বুকপকেটে;
আমার না পাঠানো চিঠিরা পোষ্ট-অফিস গড়ছে।
তখন আমি শেষ ট্রেন ধরার জন্য স্টেশনে
                                   ...অপেক্ষায়।
ট্রেনটা চলে যায় আমার হৃদয়ের ওপর দিয়ে।
আমি ও আমার হাজার বছরের বুড়ো পাথুরে স্বপ্ন গুলো
ভেঙ্গে যায়।আর ভাঙ্গে আমার কাচ-ঘুম।


চোখে জল না, রক্ত লেগে থাকে।