তুমি তো এখন শুধুই বলো
আমি নাকি আর আগের মতো নই
যেমন ছিলাম তোমার ভোরের হাওয়া, খুঁনসুটি আর কত কথা
এখন আমি খুবই খারাপ,বদলে গেছি অনেকখানি
কাজের চাপ দেখাই শুধু ,বাহানা খোঁজার ফন্দি আঁটি
রোজ বিকালে ঝগড়া হতো, মিটে যেত খানিক পর
এখন রাগারাগি আর অভিমান হচ্ছে শুধুই রাত-দুপুর
আগে নাকি সময় ছিল, বুঝতাম নাকি মনের কথা
এখন সেসব তেপান্তরে, আমিটা সত্যি নাকি মিথ্যা?
রেগে গিয়ে অনেক কথাই বলে ফেলো তুমি
এখন নাকি তোমার চেয়ে সব কিছুই দামি..
শোনো প্রিয়, শোনো আমার কথা....
অনেক কটা দিন পেরোলো, বছর গেল কেটে
আমি কিন্তু আগের আমি, দিওনা আমায় ছেঁটে
যা হয়েছে কাজের চাপে, বলছিনা একটুও মিথ্যা
ভালোবাসি এখনো আমি, চাই তোমার হাতটা..
মানিয়ে নিও একটুখানি, একটু আমায় বুঝো
আগের মতোই আছি আমি, সেই পাগলটাকে খুঁজো...