যদি প্রশ্ন হয় আমরা কি সত্যি স্বাধীন?
তাহলে আমরা কি মুখ বুজে চুপ করে থাকবো?
নাকি পরাধীনতার বেড়াজালে বন্দি থেকে,
স্বাধীনতার জয়গান গাইবো।
মনের গভীর থেকে কি স্বাধীনতার কথা আসেনা?
স্বেচ্ছাচারিতাই কি স্বাধীনতার মানে?
বাবা-মার কথা অমান্য করা, ক্লাস ফাঁকি দেওয়া,
সত্য লুকিয়ে মিথ্যা প্রচার করা, গুরুজনদের অসম্মান,
এইগুলোই কি স্বাধীনতা?
নেতাজীর দেওয়া বাণী কি ভেসে আসেনা?
বুক কি একবারও কেঁপে ওঠেনা?
ব্রিটিশ সাম্রাজ্যের পতন মানেই কি স্বাধীনতা?
জাকঁজমকতায় আজ নায়ক নায়িকা থেকে শুরু করে
গায়ক, গায়িকা পরাধীন।
টাকার কাছে শিক্ষা, ভালোবাসা পরাধীন।
কুসংস্কারে জর্জরিত মানবসমাজ,
অধর্মের নামে ধর্মের বলি হচ্ছে আজ।
আমরা আজ স্বাধীনতার বুলি আওড়ে,
পরাধীনতায় পিষে পিষে মরছি।
স্বাধীনতার আড়ালে পরাধীনতাই,
প্রতিনিয়ত খুঁজে চলছি, আর খুঁজছি।
পথ শিশুর কান্না, গরীবের হাহাকার দেখে,
আজও আমরা চুপ, নিরুপায় আমরা।
চুপ থেকে সব সহ্য করাই কি স্বাধীনতা?
আসলে স্বাধীন দেশের পরাধীন নাগরিক আমরা।
অনিচ্ছাকৃত ভোটবাক্সে বিকচ্ছে স্বাধীনতা।
দিনের পর দিন মার খাচ্ছে স্বাধীনতা।
আমরা কি পারবোনা এই পরাধীনতাকে কাটিয়ে,
স্বাধীনতার সকাল দেখতে?
মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশের মতো
স্বাধীনতার স্বপ্ন কি দেখবো না?