কি রে কেমন আছিস? মনে পড়ে আমায়?
মনে আছে সেই খেলার মাঠ, বৃষ্টি ভেজা ঘাসের ঘ্রান।
যেখানে বেড়ে উঠেছিল ছেলেবেলা, আমাদের বন্ধুত্ব।
নাকি সেসব আজ মনেই পড়েনা তোর?
দেখা নেই, কথা নেই বলে কি কমে গেছে গুরুত্ব?
জানিস স্কুলের পাস দিয়ে যখন যাই,
ভেসে আসে কত স্মৃতি, কত কথা।
বেঞ্চ বাজানো গান, ছুটির ঘন্টা, গল্পপাঠ,
ক্লাস না করার মিথ্যা অজুহাত।
স্যারদের কঞ্চির বারি তখন আঘাত দিলেও,
আজ সেইসবের অনুপস্থিতি আঘাত আনে...।
সরস্বতী পুজোয় তোর আঁকা ছবি থাকতো,
আমার লেখা ম্যাগাজিনে বেরোতো।
পুজোর আলপনা আর ক্লাসরুমে বসে খিচুড়ি খাওয়া,
বন্ধুত্বে খুশির আমেজ আনতো।
ভোর বেলায় সাইকেল চেপে পড়তে যাওয়া আমাদের,
তোর মনে আছে প্রতিদিন নতুন রাস্তার সন্ধান?
জানিস আজ আর নতুন পথ খোঁজা হয়না,
যাওয়া হয়না আর স্যারদের বাড়ি।
কত বকা খেয়েছি, কত কাদা মেখেছি,
বড়ো হয়ে ছোটবেলার আনন্দে জল ফেলেছি।
বড্ডো ভালো ছিলরে সেইসব দিন,
আমাদের বন্ধুত্ব, ছেলেবেলা সাজানো রঙিন।
আজ আমাদের দূরত্ব বাড়লেও ভুলিনি বন্ধুত্বের টান,
কিরে শুনছিস আমার কথা, নাকি দিসনি কথায় কান?
সময় পেলে ঘুরে দেখিস সেইসব দিন,
মনে পড়লে করিস ফোন, পারলে চিঠি পাঠাস,
বলার তো আরও অনেক ছিল, আছে অনেক ইতিহাস।