মানুষ উড়ায়ে ফানুস আজ, হয়েছে মুক্তি মানবতার।
"জ্ঞানী" বলি নিজেকে আমরা, গর্ব করি "সভ্য"তার।
কতটা সভ্য হয়েছি মোরা, জানিনা তা নিজেরাই।
উত্তরের সম্মুখীন হতে গিয়ে, ক্লান্ত হয়েছি তাই।
স্বার্থ ঘেরা সমাজ আজ, স্বার্থে ভরা বাতাস।
অপসংস্কৃতি আর কুসংস্কারে, সংস্কৃতির নাভিশ্বাস।
জাতিতে জাতিতে রেষারেষি, কে পিছে কে আগে।
ফেলেছে সব নীতিবোধ, বিবেক নাহি লাগে।
রক্তে রক্তে রক্তাক্ত আজ, শহর গ্রামগুলি।
অকালে আজ এসেছে ফাগুন, অসময়ে রাঙা হোলি।
পুড়ছে কত বাড়িঘর, পুড়ছে হাজার দেহ।
হিংসা আর টাকার লোভে, মুছে যাচ্ছে আদর-স্নেহ।
শুনতে পাচ্ছ মেঘের গর্জন, নীল আকাশের কোণে?
ধেয়ে আসছে ঝঞ্ঝা যত, লাল নীল রক্তে রেঙে।
এর থেকে এসোনা আজ, এক হই সকলে।
ঝড়, ঝঞ্ঝা মুছে ফেলি, মোদের প্রবল বলে।
মুছে ফেলি জাতি-বিদ্বেষ, মুছে ফেলি মান-অভিমান।
বন্ধু সব মিলে মিশে, গাই নতুন গান....