ছোট্ট শিশুর বলতে শেখা শব্দ তুমি "মা"
লিখছি আজ তোমায় নিয়ে, কিছু ভুলে করিও ক্ষমা।
আদর আর যত্নে মাগো করেছো তুমি বড়ো,
কষ্ট সব লুকিয়ে নিয়ে, মুখে অন্ন তুমি ধরো।
হাসি মুখে সংসার সুখে, করেছো লড়াই যুদ্ধ,
খিদের জ্বালায় কাঁদছে শিশু, দিয়েছো মাতৃদুগ্ধ।
ব্যস্ত সময় সামলে মাগো, দিয়েছো মোদের শিক্ষা,
সৎ চিন্তা, সৎ বুদ্ধির, সৎ জীবনের দীক্ষা।
কান্না ভুলে তুমিই মাগো, দিয়েছো মুখে হাসি,
জীবনে আজ তুমি মাগো, বড্ডো ভালোবাসি।
নিজের পাতের খাবার তুলে, করেছো মোদের শান্ত,
বুঝতে তুমি দাওনি মাগো, তুমি যে কত ক্লান্ত।
দরকার সব তুমি মেটাও, দাওনি পেতে দুঃখ,
হাঁটতে শেখানো থেকে পড়াশুনায়, করেছো মোদের দক্ষ।
কষ্ট সব তুমি মাগো হাসির ছলে ভোলাও,
মা এর মতো এমন আর হবেনা কেউ কোথাও।
বাইরে থাকা ভীষণ জ্বালা, সেটা মাগো আমি বুঝি,
স্বপ্ন তোমার পূরণ হবে, মাগো তোমার পাশে আছি।
ভালো থেকো মা, সুখে থেকো, সবই তো তুমি দিলে,
কথা দাও তুমি মাগো আমায় যাবে না ছেড়ে চলে...।।


[আজ "মা" এর জন্মদিন... এটা আমি আমার মা কে উৎসর্গ করলাম।]