জানতে তো,
              আজও আমি তোমায় ভালোবাসি।
তবুও কেন,
             একটু ব্যথায়, দিলে আমার ফাঁসি।
জানতে তো,
              পারবোনা মানতে শুধু তোমার আমার বন্ধুত্ব।
তবুও কেন,
             কথার ছলে বাড়ালে ভালোবাসার দূরত্ব।
জানতে তো,
              রাখতাম তোমার অনেক খেয়াল।
তবুও কেন,
             নিজের থেকে করলে আমায় আড়াল।
জানতে তো,
              পড়তো মনে তোমার কথা সারাক্ষন।
তবুও কেন,
             দিলে না দেখা, চলে গেলে পরোক্ষন।
জানতে তো,
              ভালোবাসা ছিল আমার সত্যি।
তবুও কেন,
             স্বল্প দুঃখে, ভাঙলে ভাব-মূর্তি।
জানতে তো,
             এ ভালোবাসায় ছিলে তুমি সুখি।
তবুও কেন,
             জানালায় দিলে না তুমি উঁকি।