তুমি আমায় ভালোবাসো একথা শুনেছি বহুবার
আমার জন্য তুমি কী কী করতে পারো তাও শুনেছি
বহুদিন দিনের শেষে দীর্ঘ প্রতীক্ষায় পর
যখন তোমায় আমায় দেখা হয়েছে
তোমার চোখে যে আলোর ঝলকানি আগে দেখেছি
সে কি আজ আর দেখতে পাই? কি জানি...


'শীতের ওড়নি পিয়া, গিরীষের বা
বরিষার ছত্র পিয়া দরিয়ার না'
কে জানে এ কোন প্রেমিক কবি হৃদয়ের নিবেদন


আজ সে সুর সেই মিঠে আখরে আর বাজেনা
জীবনে জীবন আর দুজনার ছন্দে মেলে কি?
প্রাণের তাগিদে, বাস্তবের দৌড়ে
প্রেম বোধহয় হারিয়ে গেছে আজ।


তাই ছেঁড়া তানপুরার তারে অক্ষম সুরে
গেয়ে যাই জীবনের শেষ গান।