তুমি যার অপেক্ষায় বসে আছো মালা-চন্দন পরে,
বেনারসির আঁচলে ঢেকে ভালোবাসার প্রদীপ
মাথার মুকুট হীরেমানিক ঝলমলানো আলো
পথ চিনে তার এতদিনে আসার সময় হল।


কে জানে তার কত যুগের ভুলে থাকার ঘুম
আড়াল দিয়ে মনকে ঢেকে লুকিয়ে ছিল সরে
এবার কি তার মনে পড়ার সময় হল জেগে
যুগান্ত- পথ  যাত্রা করে তোমার কাছে আসার?


রাত্রি আঁধার, নিভল আলো নাইকো তারা, চাঁদ,
পথের দিশাও হারিয়ে গেছে , নাই কোন সংকেত
আছে শুধু তোমার আলো, সেই আলোটির সুরে
আসবে তোমার রাজার কুমার ভালোবাসার পুরে।