আমার খোড়ো ঘরের চালে


মুষলধারে বৃষ্টি পড়ে, ঝড়ের হাওয়ায় দোলে।
নিশুত অন্ধকারে জানলা দিয়ে কেবল কালো মেঘ,
এবার বুঝি পড়বে ভেঙ্গে আমার মাটির ঘর


মনে হয় সকাল বোধহয় আসবে না আর
ডাকবে না কো পাখি আবার
সূর্য কোথাও হারিয়ে যাবে আমার জীবন থেকে


আমারও তো ছিল প্রাসাদ,
   হী্রে-মানিক পান্না অগাধ
সোনার খাঁচায় হীরামনের মনভোলানো বুলি


সব হারিয়ে আজ এ আমি
একা কাটাই  দিবসযামী
ধুয়ে গেছে যা সব দামী
বিফল চোখের জলে


আজকে আমার বর্ষা রাতে
কিসের ভয়ে দুচোখ কাঁদে
ঝোড়ো হাওয়া অট্টহাসে


দুলন্ত মোর খোড়ো ঘরের চালে।