হাতে তোমার মোহনবাঁশী, তবুও কেন বেসুর বাজাও?
দেখিয়ে মুখ রূপতরাসী কেন তুমি আমায় ডরাও?
এই সাগরের অকূল পাথার, কান্ডারী তো তুমিই ছিলে
হাসির ছলে খেলতে এসে নৌকা কেন ডুবিয়ে দিলে?


ভিজল আমার বসন-ভূষণ, চোখের কাজল গেল ধুয়ে,
সব হারিয়ে জীবনটুকু তোমার পায়েই পড়ল নুয়ে।
তুমি কি তাও হাসছ আজো,আমার এমন দশা দেখে?
যা করবে তাই করো,তবু তোমার পায়েই দিয়ো রেখে।