দূরে চলে যায় ধীরে স্মৃতির পাহাড়,
জীবনের গতিপথ ঢাকে কুয়াশায়,
রোদে ঝলকে মুহূর্তের সে মনিহার,
মনে ওঠে ঢেউ সেকি ফিরে এল হায়।
ক্রান্তিকাল আসে বাজে জীবন সেতার,
সেই উত্তালে মুহূর্ত ভেঙে ভেঙে যায়,
তারাভরা সে রাতের নির্জন আঁধার,
একাকী এ হৃদয় এখনো গান গায়।


আজো ফিরি সে দিনের মধুর স্মৃতিতে,
ঘনায় আনন্দ আবেশ  হৃদয় মাঝে,
একা একা বসে থাকি চাহি স্মৃতি পানে,
তুমি যে কত দূরে ফিরে এসো মনেতে,
মন যে আমার আজ নাই কোন কাজে,
উত্তাল ঢেউ ওঠৈ এ হৃদয় সেখানে।