পেরিয়ে এসেছি উত্তাল সাগর আপন প্রয়াসে,
দেখেছি তরঙ্গ প্রবল বিক্রমে ফুঁসে যায়,
কখনো প্রলয় ঝড়ে হয়েছে তরী টলোমলো,
তবুও ঠিক পেয়েছি তীর আকুল প্রার্থনায়।


এখন সামনে দেখি সুউচ্চ দুর্গম পাহাড়,
আমায় পেরোতে হবে জানি দৃঢ় মনোবলে,
তুষার ঝড় হয়তো হেনে যাবে বারেবারে,
তোমার নাম নিয়ে পেরিয়ে যাবো চলে।


এরপর আসে যদি দীর্ঘ মরু পথ,
একা আমি কষ্ট সহি দেবো পাড়ি,
তীব্র দহনে সহিব অসহ বালি ঝড়,
জানি একদিন পৌঁছে যাব সামনে তোমারি।