আমাকে একটু জল দাও, আমি মৃতপ্রায়,
শূন্যতার অন্ধকারে আমি তলিয়ে যাচ্ছি,
আমি আগের মতো আবার বাঁচতে চাই,
আমাকে একটু জল দাও, আমি মৃতপ্রায়।

আমার পল্লবিত দেহে ছিল সৌন্দর্য্যের শোভা,
আমার রূপে বিমুগ্ধ বাতাস বলে যেতো - "ভালোবাসি।"
নীলিমা আমায় দেখে ভালোবেসে বলতো,
- "তুমি আমার থেকেও অনেক বেশী সুন্দর।"

আমি ফুটে উঠতাম আরও সৌন্দর্য্যের আনন্দে,
কিন্তু এতো আনন্দ আমার ধাতে সইলো না,
দুষ্কৃতীর লোলুপ জিহ্বা আমাকে লেহন করে গেলো,
আমায় ধর্ষন করে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে গেলো।

আমি আর ফুটে উঠি না আপন সৌন্দর্য্যের  আনন্দে,
এখন আমায় দেখে নীলিমা আর বলে না,
- "তুমি আমার থেকেও অনেক বেশী সুন্দর",
বাতাস আর গুঞ্জরণ তুলে বলে না - "ভালোবাসি।"

আমাকে একটু জল দাও,, আমি বাঁচতে চাই,
আমি আবার পল্লবিত হয়ে উঠতে চাই সৌন্দর্য্যের  সম্ভারে,
আবার নীলিমা আমায় দেখে একদিন বলবে,
- "তুমি আমার থেকেও অনেক বেশী সুন্দর।"